দাকোপে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
দাকোপ প্রতিনিধি
“সমতা ও সংহতি নির্ভর, সর্বজনীন প্রার্থমিক স্বাস্থ্য সেবা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ইউএসএআইডি’র খাদ্য ও নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগীতায় গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিসংখ্যাকবিদ এনায়েত আলী পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুনিঃ কনঃ (ইএনটি), ডাঃ আবু জাফর মোঃ ছালেহ,মেডিকেল অফিসার ডাঃ সাইফুদ্দীন আহম্মেদ, সিনিয়র ষ্টাফ নার্স হালিমা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক কাজী ওয়াহীদুজ্জামান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল,এমসিএইচএন অফিসার নবযাত্রা নাজমিন আরা পপি, সুপারভাইজার (ফ্রেন্ডশীপ) হাসিবুল হোসেন টুটুল প্রমুখ।