December 22, 2024
আঞ্চলিক

দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরণ

 

দাকোপ প্রতিনিধি

দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’র পুরস্কার বিতরণ ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-পরিচালক ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রকল্প লুকাস সরকার।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সহকারী কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহাসহ স্থানীয় সুধীজন, সাংবাদিকবৃন্দ ও মৎস্যচাষী গন। সভায় মৎস্য চাষে সফলতা ও বিভিন্ন অবদান রাখায় ১৩ জনকে সম্মানা ক্রেস দেওয়া হয়। এ বারের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো “মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ“ সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *