December 27, 2024
আঞ্চলিক

দাকোপে জমি’র বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের নামে মামলার অভিযোগ

দাকোপ প্রতিনিধি

দাকোপে বসতভিটার জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানাযায়, চালনা পৌরসভার পার চালনা গ্রামের মৃত অমূল্য রায়ের পুত্র দেবব্রত রায় দীর্ঘ দিন আগে একটি জাল উইল সৃষ্টি করে ২.২৫ একর জমি  কোবলা দলিল করে পেশীশক্তি দিয়ে দখলের চেষ্টা করছেন। একই এলাকার মৃত রনজিত মজুমদারের পুত্র শশাংকর মজুমদার ও অন্যান্যরা পূর্বে থেকে বাদা কাটা সম্পতি যা ওয়ারেশ সুত্রে ভোগ দখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ দেবব্রত রায় ২০০৩ সালে খুলনার দাকোপ সহকারী জজ আদালতে শশাংকর মজুমদার গংদের নামে একটি বাটোয়ারা মামলা শ্রেনীভুক্ত করেন। যার নং-২১/০৩। পরবর্তিতে শশাংকর মুজমদার গং ২৫/০৩/১৮ তারিখে উক্ত বাটোয়ারা মামলা বিরদ্ধে স্ট্রে প্রাপ্ত হন। এবং পরে বিজ্ঞ আদালতে নিষেধেজ্ঞা আবেদন করলে অস্থায়ী নিষেধেজ্ঞা আদেশ প্রাপ্ত হয়। এ ঘটনার পরে ক্ষিপ্ত হয়ে দেবব্রত রায় প্রতিপক্ষের নামে খুলনা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিজে বাদী হয়ে শশাংকর মজুমদারসহ ৪ জনের নাম উল্লেখ করে গত ২৮/০১/ ১৯ তারিখে সি আর ১৩/১৯ একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন বলে ভূক্তভোগী জানান।

এ ঘটনায় বিজ্ঞ আদালত চালনা এম এম কলেজের অধ্যক্ষ উপর তদন্ত করার নির্দেশ দিয়েছেন। শশাংকর মজুমদার গং প্রতিকার চেয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের হস্তক্ষেপ কামনা করেছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট। এ ব্যাপারে  দেবব্রত রায়ের সাথে কথা হলেন তিনি বলেন শাশংকর মজুমদারের সাথে আমার জমি-জমা সংক্রান্ত কোন মামলা নেই। তবে তার সাথে আমার মৎস্য ঘেরে জোর করে মাছ মারার একটি মামলা আছে। উনি যা বলেছেন তা সত্য নয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *