দাকোপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে ত্রাণ বিতরণ
দাকোপ প্রতিনিধি
দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের কামিনি বাসিয়া এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১শ’পরিবারে মাঝে পাইকগাছার আমিরপুরের শ্রী মা সারদা আশ্রম ও কয়রার রামকৃষ্ণ সেবা আশ্রমের উদ্যোগে পৃথক পৃথক ভাবে ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কামিনি বাসিয়া গোবিন্দ লাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শ্রী মা সারদা সেবা আশ্রমের মাতাজী শ্রাবন্তী ব্র²চারীর পরিচালনায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১শত পরিবারে মাঝে চাউল,ডাল ও আটা ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা রামকৃষ্ণ সেবা আশ্রমের সভাপতি দেবব্রত সানা, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার রায়, অমল কৃষ্ণ বাইন, নবতোষ মন্ডল, কৃষ্ণকান্ত মন্ডল, পবিত্র কুমার মন্ডল, চিন্ময় মন্ডল, অরুন কান্তি মন্ডল, রনজিত মন্ডল, সুকৃতি রায়, অরুময় মন্ডল, শ্রী মা সারদা সেবা আশ্রমের মায়া রায়, রেবা রায়, তুলি রায়, দেবশ্রী রায়, মালতি রায়, চামিলী সরকার, প্রিন্ত রায়, উর্মী রায়, অঞ্জনা রায়, শুনীল কুমার রায়, প্রদীপ কুমার রায়, উদয় বাছাড়, সুজন রায়, নবদ্বীপ সানা, সুজন রায়, প্রমুখ।