December 27, 2024
আঞ্চলিক

দাকোপে আ’লীগের উদ্যোগে নৌকা প্রতীকের জনসভা

 

দাকোপ প্রতিনিধি

আসন্ন ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দাকোপে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ আবুল হোসেনের নৌকা প্রতীকের সমর্থনে তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজার প্রাঙ্গনে ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন কবিরাজের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন।

প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য জয়ন্ত রানী সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রনজিৎ কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান দিপংকর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম রুহুল আমীন, অধ্যাপক দুলাল চন্দ্র রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, কনিকা বৈরাগী, বিজয় ল²ী সাহা, ইউপি আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার সরকার, হিমাংশু কুমার সরকার, জ্যোতিশংকর রায়, অরবিন্দ্র সরদার, আওয়ামী লীগ নেতা মোঃ শিপন ভূঁইয়া, কালিপদ সরদার, নিহার রঞ্জন সরকার, এ্যাডঃ মধুসুধন রায়, নিতিষ মিস্ত্রী, মোশারেফ হোসেন, প্রধান শিক্ষক জি এম সেলিম রেজা, রতন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, স্বপন কুমার মন্ডল, গাজী রবিউল ইসলামসহ ইউপি ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *