দাকোপে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাক এর প্রত্যাশা প্রকল্পের সহযোগিতায় গতকাল বুধবার সাকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) মো: তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্তর থেকে চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা হল রুমে এসে এক আলোচনার সভার মাধ্যমে শেষ হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ অসীম কুমার থান্দার, ইউ ডবিøউ এ ও সুরাইয়া সিদ্দীকা, দাকোপ রিপোর্টার্স ক্লাব সভাপতি অনিমেষ বিশ্বাস, সাধারন সম্পাদক পাপ্পু সাহা, প্রলয় রঞ্জন মন্ডল, মো: সোহেল হোসেন, নিপা রায়, দেবব্রত বিশ্বাস, জাহিদ হাসান, সাংবাদিক মো: রুমান আহম্মেদ, বিথিকা রায়, মো: হাবিবুর রহমান, রতন কুমার মন্ডল, বাকির হোসেন, মাহমুদুল হাসান, আলাল মির্জা, প্যারা কাউন্সিলর নিখিলেশ বর্মন, প্যারা কাউন্সিলর যোশেব রায়, প্যারা কাউন্সিলর সঞ্জিব ব্যানার্জী, প্যারা কাউন্সিলর ডলি রায়, পুস্পিতা গাইন, শিপ্রা মন্ডল, ফাল্গুনি ঢালিসহ অরো অনেকে।