দাকোপের বাজুয়া ও লাউডোবে আনন্দ মিছিল
দাকোপ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দাকোপের সন্তান এ্যাড: গেøারিয়া ঝর্ণা সরকার, এমপি (সংরক্ষিত মহিলা আসন-৩৩০) কে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার রায় এর সভপতিত্বে আনন্দ মিছিল করে লাউডোব, বানিশান্তা, কৈলাশগঞ্জ, দাকোপ ও বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলটি খুটাখালী ও বাজুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে আর্য্য হরিসভা মোড়ে এক পথসভার মধ্যে দিয়ে শেষ হয় উক্ত আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরজিত কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এ্যাড: রজত কান্তি শীল, দাকোপ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মানষ মুকুল রায়, দাকোপ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সুপদ রায়, বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অপরাজিত অপু, সুনিল মন্ডল, সঞ্চিতা মন্ডল, প্রদিপ সরদার, কালিপদ সরকার, সবুজ সরকার, পাখিন সরকার, তুষার রায়, অশোক মন্ডল, সজল গাইন, বংশিলাল রায়, তপন রায়, বিকাশ মন্ডল, প্রশান্ত মন্ডল, প্রিতিশ সরকার প্রমূখ।