দাকোপের দুই নদী দখল করে জি-গ্যাস কোম্পানি, সাড়ে দশ লাখ টাকা জরিমানা
দ: প্রতিবেদক
খুলনায় জি-গ্যাস (এলপিজি) কোম্পানিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট করে প্রতিষ্ঠানের ইমারত নির্মাণ করায় ও মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক বোতল পাওয়ায় প্রতিষ্ঠানের কর্ণধর মোঃ মিজানুর রহমান চৌধুরীকে পরিবেশ সংরক্ষণ আইনে ১০ লাখ টাকা এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনে আরো ৫০ হাজার টাকা মোট ১০ লাখ ৫০ হাজার টাকা জারিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান বলেন, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিডেটের জি-গ্যাস ফ্যাক্টরী অবৈধভাবে পশুর ও চুনকুড়ি নদীর মাঝখানে বেজমেন্ট নির্মান করেছে, পরিবেশ রক্ষায় শতকরা ২৫ ভাগ গাছ প্লান্ট নেই, এছাড়া আগুন নেভানোর জন্য ৩০ ফায়ার এষ্টিংগুইশার থাকলেও সেগুলোর মেয়াদ নেই এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় এসব বিষয়ে জি-গ্যাস কোম্পানী কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে না পারায় তাদেরকে দশ লাখ ৫০ হাজার টাকা জরিমান করা হয়।
আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন খুলনা জেলা পুলিশ, এপিপিএন, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিসের সদস্যরা।