January 19, 2025
আন্তর্জাতিককরোনালেটেস্ট

দরিদ্র দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিয়ে জার্মান চ্যান্সেলরের উদ্বেগ

বিশ্বের দরিদ্র দেশগুলোর করোনার টিকা প্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। একইসঙ্গে বিশ্বের ধনী দেশগুলোকেও এ বিষয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

জি-২০ শীর্ষক সম্মেলনে কথা বলতে গিয়ে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে বিশ্ব নেতাদের স্মরণ করিয়ে দেন যে, তারা সকলেই করোনার টিকা সুষ্ঠু বিতরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি বলেন, করোনার কারণে বিশ্বের প্রায় সকল দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়েছে। দরিদ্র দেশগুলোর অবস্থা আরও খারাপ। সেদিক থেকে তাদের জন্য টিকা কেনা সহজ নয়। এসব বিষয় বিবেচনা করে বিশ্বের ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সে প্রক্রিয়ায় এখন ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

এসময় তিনি জি-২০ চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলোকে কোভিড-১৯ টিকা উৎপাদন, সুষ্ঠু বিতরণ, ভাইরাসের চিকিৎসা এবং পরীক্ষা করার বিষয়ে সহযোগীতার জন্য বিশ্বনেতা এবং ধনী দেশগুলোকে আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *