দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসা উচিত : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। সকালে সিটি মেয়র ১০ নং ওয়ার্ডে, দুপুরে ৩০ নং ওয়ার্ডে, বিকেলে ১৪নং ওয়ার্ডে এবং রাতে ২৫, ১৭, ১৬, ২৯ ও ২২নং ওয়ার্ডের দরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
সিটি মেয়র এ সময় বলেন, সামর্থ অনুযায়ী সকলকে দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসা উচিত। তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। একজন মানুষও যেন শীত বস্ত্রের অভাবে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
কম্বল বিতরণকালে মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, এস এম মোজাফফর রশিদী রেজা, শেখ মোশারাফ হোসেন, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: আনিছুর রহমান বিশ্বাষ, ফকির সাইফুল ইসলাম ও কাজী আবুল কালাম আজাদ বিকু ও স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।