দরিদ্রদের মাঝে ‘মানবিক খুলনা’র শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘মানবিক খুলনা’র বিশেষ আলোচনা সভা শনিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মোঃ বশির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম হোসেন আরজু’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ রুহুল আমীন খান।
আরও বক্তৃতা করেন বিশিষ্টি সমাজসেবক মোঃ আজগর বিশ্বাস, সংগঠনের যুগ্ম-আহ্বায়ক আরজু তালুকদার শামীম ও জয়নাল ফরাজী, সদস্য টি এইচ জয়, সৈকত হাসান, হাদিউজ্জামান, টিকলি শরীফ, আসিফ মাহমুদ, আলিফ ফজলে রাব্বি, শিপন হালদার, সুজন কুমার, ফারহান খান, জিম, লিখন, এ্যালেক্স দোবে, শাহ আলম প্রমুখ। সভা শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।