January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

দরিদ্রদের মাঝে খুলনা মেট্রোপলিটন পুলিশের ত্রাণ সহায়তা প্রদান

খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বুধবার বেলা ১১টায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ৩২০ জন দরিদ্রদের মধ্যে প্রত্যেককে (৭ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম রসুন, ১ কেজি লবণ, সর্বমোট- ১৭ কেজি পরিমাণ) ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
ত্রাণ সহায়তা বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অসহায় মানুষ খাদ্যের অভাবে কষ্ট করছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমি সকলকে পবিত্র মাহে রমজানে অভিনন্দন জানাই।
পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, যারা আজ নিম্নআয়ের মানুষ আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের সহকর্মী যারা আছেন তাদের স্বপ্রণোদিত প্রদত্ত অর্থের মাধ্যমে এই ত্রাণ সহায়তার বিতরণ করা হয়েছে। আমরা সকলের সুখ সমৃদ্ধি ও মাহে রমজানে সবার শান্তি কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ জাহাংগীর আলম, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শেখ ইমরান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ সালাউদ্দিন প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *