দগ্ধ ১১ জনের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ১১ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।
গতকাল রোববার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কনফারেন্স রুমে অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন প্রমুখ।
বার্ন ইউনিটের নয়জন ও অন্য ইউনিটের দুজনের পরিবারকে এ টাকা দেওয়া হয়। তাদের মধ্যে হেলাল নিজে টাকা গ্রহণ করেন। অন্যদের পরিবারের সদস্য ও আত্মীয়রা টাকা গ্রহণ করেন।
এ সময় মোস্তফা জালাল মহিউদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী এমন পরিস্থিতে নিজেকে স্থির রাখতে পারছেন না। তিনি পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।’