দখিনা’র পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
একুশে পদক প্রাপ্ত, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ৮.৩০ মিনিটে দৈনিক জন্মভূমি অফিসে শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং পরবর্তীতে দখিনার অস্থায়ী কার্যালয়ে শহীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দখিনা’র প্রতিষ্ঠাতা, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা স,ম, বাবর আলী এ্যাডভোকেট, দখিনা’র কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাড. হেমন্ত সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার এর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে প্রকৌঃ এস এম আমজাদ হোসেন, খুরশিদ আলম কাগজি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ অহিদুজ্জামান খোকন, এ্যাডঃ প্রবীর কুমার বিশ^াস, মোঃ হাবিবুর রহমান সানা, জি, এম, মঈন উদ্দিন, কাজী তারিক আহমেদ, শারমিন মারিয়া মুক্তি, মোঃ হাফিজুর রহমান, জামিলা খাতুন সুমি, এ্যাডঃ মোঃ আবুল কালাম, জি এম আইয়ূব আলী, বীরমুক্তিযোদ্ধা জি এম আঃ হাকিম, আলহাজ্ব জাহিদ হাবিব, আবু হায়দার সানা. জি, এম, ইউনুস আলী, প্রকৌশলী অসিত কুমার মন্ডল, এস এম নজরুল ইসলাম, মোঃ হুমায়ন কবীর প্রমুখ।