December 22, 2024
আঞ্চলিক

দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই : হুইপ পঞ্চানন বিশ্বাস

বটিয়াঘাটা প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়েও যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলে তাদের কর্মক্ষেত্রে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়। অনেক মেধাবী শিক্ষার্থী ভালো ফলাফল করতে গিয়ে খেলাধুলা থেকে পিছিয়ে থাকে। যে কারণে তাদের শারীরিক দুর্বলতা কাজ করে। তাই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে অধ্যাবসায়ের পাশাপাশি ছাত্র জীবন থেকেই খেলাধুলা ও শরীর চর্চার উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। এতে করে এখন থেকে লেখাপড়ার পাশাপাশি কৃতি খেলোয়ার তৈরি হয়ে দেশ ও বিদেশের মাটিতে ক্রীড়া নৈপুণ্যতা দেখিয়ে দেশকে বহিঃবিশ্বে পরিচিতি ঘটাবে।

তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সরকারী বটিয়াঘাটা ডিগ্রী মহা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আয়োজনে আন্তঃ কলেজ ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতার ২০১৯-২০‘খ’ অঞ্চলের শুভ উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কলেজ অধ্যক্ষ অমিতেষ দাসের সভাপতিত্বে ও স্বাগত বক্তৃতার মধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, প্রতিষ্ঠালগ্ন ভূমিদাতা প্রশান্ত বিশ্বাস, সাবেক উইপি চেয়ারম্যান শিবপদ মন্ডল, অবঃ অধ্যাপক কার্তিক বিশ্বাস, অধ্যাপক হরিবিলাস দে, অধ্যাপক প্রবীর সেন, অধ্যাপক পিযুষ গোলদার, অধ্যাপক নবীন মন্ডল, অধ্যাপক কুমারেশ সরকার, অধ্যাপক বিপ্লব সাহা, অধ্যাপক বিদ্যুৎ মল্লিক, অধ্যাপক পার্থ প্রতীম মন্ডল, অধ্যাপক সুরজিৎ রায়, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ হোসেন, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল প্রমূখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *