দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই : সেখ জুয়েল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল এমপির সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার, অতীতের যেকোন সরকারের তুলনায় বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদিত হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি সাংগঠনিক বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল, জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মহানগর আওয়ামী লীগ সদস্য কাজী জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, ছাত্রনেতা চিশতি নাজমুল বাসার সম্রাট প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ