দক্ষিণ কোরিয়ায় নাইটক্লাবের ব্যালকনি ধসে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের একটি নাইটক্লাবের ভেতরকার ব্যালকনি ধসে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল শনিবার ভোরের আগে আগে হওয়া ওই দুর্ঘটনার সময় ক্লাবটির ভেতর বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া বেশ কয়েকটি দেশের প্রতিযোগীরা ছিলেন।
প্রতিযোগীদের মধ্যে কয়েকজন সামান্য আহতও হয়েছেন বলে দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। নিহত দুইজনই দক্ষিণ কোরিয়ার নাগরিক; তাদের বয়স যথাক্রমে ৩৮ ও ২৭। নাইটক্লাবের ব্যালকনি ও সিঁড়ি ধসে পড়ার গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল; পরে সেখানেই তারা মারা যান। নিহতরা সাঁতার প্রতিযোগিতা সংশ্লিষ্ট নন বলে স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে।
কয়োটে আগলি নাইটক্লাবটি বিশ্ব সাঁতার প্রতিযোগিতার গেমস ভিলেজের কাছে অবস্থিত। শুক্রবার রাতে সেখানে যুক্তরাষ্ট্র, নিউ জিল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি ও ব্রাজিলের ওয়াটার পোলো দলের সদস্য ও কর্মকর্তাদের ভিড় ছিল।
স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ব্যালকনি ধসে পড়ার সময় ভেতরে প্রায় ৩৭০ জন ছিলেন বলে কর্মকর্তারা জানান। দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র দলের এক পুরুষ সাঁতারু ও এক নারী ওয়াটার পোলো খেলোয়াড় সামান্য আহত হন।
খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুরুষ ও নারী দল যখন নারীদের সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি উদ্যাপন করছিল; তখনি ক্লাবের ভেতর এ ধসের ঘটনা ঘটে, বলেছেন মার্কিন ওয়াটার পোলো দলের প্রধান ক্রিস্টোফার রামসে।
নিউ জিল্যান্ডের ওয়াটার পোলো দলের ক্যাপ্টেন ম্যাট স্মল বলেন, আমরা নাচছিলাম, হঠাৎ করেই ৫ থেকে ৬ মিটার নিচে পড়ে যাই; পরে দৌড়ে ক্লাব থেকে বেরিয়ে আসি। সবকিছুই ঠিকঠাক চলছিল, হুট করেই আমাদের পায়ের নিচের মাটি সরে যায়।
ওয়াটার পোলো অস্ট্রেলিয়া নাইটক্লাবটির ভেতর থাকা তাদের খেলোয়াড়রা সবাই অক্ষত আছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। গুয়াংজুতে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন (ফিনা) আয়োজিত সাঁতার প্রতিযোগিতার এবারের আসর রোববার শেষ হচ্ছে।