December 22, 2024
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার প্রিটুরিয়া শহরে এ হত্যাকাÐ ঘটেছে।

নিহত মো. নুরুল হুদা ছুট্টু (২৮) ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের আবুল কালামের ছেলে। আবুল কালাম পেশায় দলিল লেখক। দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান বলেন, মৃত্যুর খবর পেয়ে হারুনের বাড়িতে গিয়ে তার স্বজনের সান্ত¡না দেন। দক্ষিণ আফ্রিকা থেকে নিহতের বড় ভাই আবদুছ ছাত্তার ফোনে পরিবারকে এ হত্যাকাÐের ঘটনা জানান বলে জানান তাদের ফুফাত ভাই শাহাদাত হোসেন।

২০১০ সালের ডিসেম্বর মাসে নূরুল হুদা ছুট্টু জীবিকার তাগিদে ভিটে-মাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান। প্রথমে অন্যের দোকানে চাকরি করলেও পরে প্রিটুরিয়া শহরে নূরুল নিজেই ব্যবসা শুরু করেন বলে জানান শাহাদাত। গত শনিবার মধ্যরাতে আফ্রিকার স্থানীয় সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে লুটপাট শুরু করে। তাদের বাধা দিলে সন্ত্রাসীরা নুরুলের দুই পায়ে গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

আহতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

নিহতের ফুফাত ভাই শাহাদাত হোসেন আরো জানান, ছ্ট্টুর মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের মাতম চলছে। তার বাবা আবুল কালাম ও মা ছবুরা খাতুন বারবার মুর্ছা যাচ্ছেন। ছুট্টুর বাবা আবুল কালাম তার ছেলের লাশ দেশে আনার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেছেন।

গত ১৩ জানুয়ারি এই ইউনিয়নের ঢেউলিয়া গ্রামের আবদুল করিম হারুন (২৮) নামে অপর যুবক দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *