দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি এক দোকান কর্মচারী নিহত হয়েছেন বলে পরিবার জানিয়েছে। নিহত ফজলুল হক ওরফে কালা মিয়া (৪৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের আনোয়ার হোসেন মুন্সির ছেলে।
নিহত কালা মিয়ার ভাই রেজাউল মুন্সি জানান, তার ভাই জোহানেসবার্গের কাছে রজেটেনভিল রিজেন্ট পার্ক এলাকায় ভায়রার দোকানে কাজ করতেন। রোববার রাতে কৃষ্ণাঙ্গ বন্দুকধারীরা দোকান লুট করতে এসে গুলি করে। তাকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তাদের দোকান লুট হয় বলে রেজাউল জানান।
তিনি বলেন, কালা মিয়া আফ্রিকা যাওয়ার আগে গ্রামে অটোরিকশা চালাতেন। এদিকে বছর খানেক আগে ফেনীতে কালা মিয়ার গ্রামের বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় তার পরিবার ছাপড়া ঘরে বাস করছে। ভাইয়ের মৃত্যুর খবরে পরিবারে এখন শোকের মাতম চলছে। নিহত কালা মিয়ার ১০ ও ৫ বছরের দুটি ছেলেমেয়ে রয়েছে বলে তিনি জানান। স্বজনরা লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।