দক্ষিণাঞ্চল প্রতিদিন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দ: প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার রাতে পত্রিকার বার্তা কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভ সূচনা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম সাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, গৌরাঙ্গ নন্দী, ফারুক আহমেদ, এস এম জাহিদ হোসেন, মামুন রেজা, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক তথ্য সম্পাদক মো. হাবিবুর রহমান, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, মলিক সুধাংশু, দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, ডা. দেবাশীষ নস্কর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অবঃ) মো. মোমরেজ আলী, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, দক্ষিণাঞ্চল প্রতিদিন’র বার্তা সম্পাদক মিলন হোসেন, কেইউজে’র দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, সাংবাদিক দেবনাথ রণজিৎ কুমার রণো, শেখ আব্দুলাহ, পত্রিকার স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল প্রতিদিন ও রাজপথের দাবি’র সম্পাদকমণ্ডলীর সভাপতি এস এম জাকির হোসেন, খুলনা উন্নয়ন ফোরামের সভাপতি শরীফ শফিকুল ইসলাম চন্দন, জেপি’র সেক্রেটারী মোশাররফ হোসেন, যুবলীগ নেতা মাছুম উর রশীদ, সাংবাদিক নাদিমের পিতা আতিয়ার রহমান মোলা, সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম বাবু, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন দত্ত, সাংবাদিক শশাঙ্ক স্বর্ণকার, ফটোসাংবাদিক এস এম বাহাউদ্দিন, আলহাজ্ব শাহাদাৎ হোসেন, জাহিদুল ইসলাম তোতা, বিনয় রায় চৌধুরী, আব্দুল হামিদ, জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দক্ষিণাঞ্চল প্রতিদিন ৯ম বর্ষে পদার্পন করায় দৈনিক তথ্য পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সম্পাদক মো. হাবিবুর রহমান, বার্তা সম্পাদক নূর হাসান জনি, স্টাফ রিপোর্টার হাসানুর রহমান তানজির।
খুলনা মহানগর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ফুলেল জানান নগর সভাপতি মুফতি আমানুলাহ, সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দিন, তরিকুল ইসলাম কাবির, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, আব্দুর রশিদ, মো. আল আমিন।
খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের চেয়ারম্যান রোটারিয়ান এস এম সোহেল ইসহাক, এস এম মিশকাতুল ইসলাম, জি এম রাসেল ইসলাম, সাংবাদিক জয়নাল ফরাজী, মো: বাহালুল আলম প্রমুখ।
২৯নং ওয়ার্ড বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি আশরাফুল আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, শেখ মাঈনুল ইসলাম জুয়েল, মো. নাঈম হাসান, মো. আল আমিন হোসেন রাজু প্রমুখ।