January 21, 2025
আঞ্চলিক

থুকড়া বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া থুকড়া বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল মঙ্গলবার থুকড়া বাজার মহিলা মার্কেটে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২টি প্যানেলে ভোট যুদ্ধে অংশ নেয়। মোট ২৩৮ ভোটের মধ্যে সবকজন ভোটারই ভোট প্রদান করেন। আ: হামিদ বিশ্বাস ও এস. এম. জিহাদুল ইসলাম ২টি প্যানেলের মধ্যে তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচন শেষে আ: হামিদ বিশ্বাস জাহাজ প্রতীক নিয়ে ১২৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এস. এম. জিহাদুল ইসলাম ১০৫ ভোট পেয়ে পরাজিত হয়। সাধারণ সম্পাদক পদে ইদ্রিস মোল্যা মাছ মার্কায় প্রতিদ্ব›িদ্বতা করে ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়। অপরদিকে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ বেলাল হোসেন ১০১ ভোট পায়। কোষাধ্যক্ষ পদে মো: ওসমান বিশ্বাস চশমা প্রতীক নিয়ে ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয় ও তার নিকটতম প্রতীদ্ব›দ্বী মো: জাকির গাজী ৭৫ ভোট পান।

বাকীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন; ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খান শাকুর উদ্দিন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক মোস্তফা রফিকুল ইসলাম। সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো: শাকিল আহমেদ, কমলেশ মন্ডল ও মো: আনারুল ইসলাম। আইন-শৃংখলার দায়িত্বে ছিলেন; রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম। সম্পূর্ণ ভোটপ্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *