December 22, 2024
বিনোদন জগৎ

থিম গানেই দর্শকের মনে দোলা দিল ‘তানহাজি’

বহু বছর পর আবারও জুটি বেধেছেন অজয় দেবগণ ও কাজল। তাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ নিয়ে আসছে ২০২০ সালের অন্যতম চমক। বড়দিনকে সামনে রেখে সিনেমাটির প্রথম গান উপহার দিলেন এর নির্মাতারা। আর প্রথম গানটিই দর্শকদের মন দারুণভাবে ছুঁয়ে গেছে।

২০২০ সালের শুরুতেই বড় চমকটা দেখাবেন অজয় দেবগণ। ১০ জানুয়ারিতেই বড় পর্দায় আসবে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। সিনেমাটিতে অজয়ের সঙ্গে অভিনয় করেছেন কাজল, সাইফ আলি খান, শরদ কেলকর ও আরও অনেকে।

বড়দিনের আগেই সিনেমাটির নির্মাতারা প্রথম গান উপহার দিলেন। ‘ঘামান্ড কর’ শিরোনামের গানটি তানহাজির থিম সং। মন ছুঁয়ে যাওয়া কথা ও অসাধারণ সুর ও সংগীতায়োজন রয়েছে গানটিতে।

গানটির সুর দিয়েছেন সচেত ও পরম্পরা। গানটি গেয়েছেনও তারা। আর গীতিকার হলেন অনিল বর্মা।

দেখুন ‘ঘামান্ড কর’ গান:

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *