থাপ্পড়: অভিনব প্রচারণা- যুগোপযুগী চিত্রনাট্য
‘ব্যাস একটি থাপ্পড়, কিন্তু এটাতো মারতে পারে না”- এই একটি সংলাপ এখন ঝড় তুলেছে বলিউডে। বলিউডের নতুন সিনেমা ‘থাপ্পড়’য়ের ট্রেইলার আসতে না আসতেই সবাই আলোচনা শুরু করেছে এই সিনেমাটি নিয়ে।
সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন তাপনী পান্নু। ‘পিংক’ থেকে ‘নাম শাবানা’ – প্রতিটি সিনেমা দিয়ে এই তরুন অভিনেত্রী বলিউডে রেখেছেন প্রতীভার স্বাক্ষর।
২০১৯ সালে তাপসী পান্নুর চারটি সিনেমা মুক্তি পেয়েছে । এর মধ্যে রয়েছে অক্ষয় কুমারের সঙ্গে সুপারহিট ‘মিশন মঙ্গল’, অমিতাভ বচ্চনের সঙ্গে ‘বদলা’, ‘গেম ওভার’ ও ‘ষাঁড় কি আঁখ’। ২০২০ সালে তার প্রথম সিনেমা ‘থাপ্পড়’ ।
এই ট্রেইলারের আগেই হঠাৎ করে তাপসীর একটি ঘটনা নিয়ে সোশাল মিডিয়াতে আলোচনা শুরু হয়। বেশ কয়েক বছর আগে একটি ধর্মীয় কেন্দ্রে কি করে তিনি এক যৌন হেনস্তাকারীকে শায়েস্তা করেছিলেন- সেই প্রশংসায় ভেসে যায় বলিউড।
আর তার ঠিক দুই দিনের মাথায় এই সিনেমার ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছে- অত্যাচারের মাত্রা যেমনই হোক- তা মানতে নারাজ সচেতন নারী- এই বিষয়েই কথা বলতে চাচ্ছেন বা ‘মেসেজ’ দিতে চাচ্ছেন এই অভিনেত্রী।
বলিউড গবেষণা এবং সমালোচকরা মনে করছেন- সিনেমাটিকে অন্যরকম উচ্চতায় নিতে অভিনব এই প্রচারণা করেছেন তাপসী।কারণ তার বিভিন্ন সিনেমাতে থাকে প্রতিবাদই করতে দেখা গেছে- সে অন্যায়ের রূপ যেমনই হোক।
অপরদিকে, “ভালোবাসলে জোর খাটানো যায়- শারীরিক ভাবেও’ এমন কথা বলে যখন ‘কবীর সিং’ সিনেমাটি উপমহাদেশে রাজত্ব করে যাচ্ছে- তখন তাপসীর এই নতুন সিনেমাটি ঐ ছবির জন্যও কড়া জবাব বলে মনে করছেন বলিউডের সমালোচকরা।
প্রসঙ্গত, ‘থাপ্পড়’ সিনেমাটির পরিচালক অনুভব সিনহা। ’মুলক’ ছবিতে অনুভবের পরিচালনায় প্রথমবার অভিনয় করেন তাপসী। প্রথমটি ব্যবসা সফল না হলেও – দ্বিতীয়টি দিয়ে ইতিমধ্যেই দর্শকের মন কেড়েছে পরিচালক- শিল্পীজুটি।
ছবিটিতে তাপসীর পাশাপাশি আছেন রত্না পাঠক, মানব কাউল, দিয়া মির্জা প্রমুখ।