January 20, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

থানায় বিস্ফোরণের ঘটনায় জঙ্গি কানেকশন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় জঙ্গি কানেকশন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় একটি অপরাধীচক্র কোনো অপরাধ সংঘটনের চেষ্টা করছিল সেই সংবাদটি জানার পর পুলিশ বুধবার ভোরে পল্লবী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের থানায় আনা হয়। তাদের কাছ থেকে দুটি অস্ত্র ও কিছু জিনিসপত্র জব্দ করে পুলিশ। এগুলো থানার ইন্সপেক্টর অপারেশনের রুমে রাখা হয়। জব্দকৃত জিনিসপত্রের মধ্যে ওজন মাপার মেশিনসদৃশ একটি বস্তু ছিল। সকাল ৭টায় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন। বিস্ফোরণের দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বলা হচ্ছে এটা নাকি আইএস করেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, পান থেকে চুন খসলে সঙ্গে সঙ্গে…জঙ্গিদের উত্থান হওয়ার যখন একটা চেষ্টা হচ্ছিল একটা ওয়েবসাইট থেকে বিবৃতি দেয়া হতো, তখন পাঁচ মিনিটের মধ্যে বিবৃতি এসে যেত। এ ঘটনা ঘটার অনেক পর আমরা আশ্চর্য হলাম সেই ওয়েবসাইট থেকে বলা হলো আইএস এখানে আছে।’

তিনি বলেন, এটা জঙ্গিদের কোনো আক্রমণ নয়, এটা জঙ্গিদের কোনো প্রয়াস নয়। আমি সব সময় বলে আসছি, জঙ্গিদের আমরা নিয়ন্ত্রণে রেখেছি, কিন্তু এদের মূল উৎপাটন করেছি সে বিষয়টি জোর দিয়ে বলতে পারছি না। এরা বিভিন্ন জায়গায় স্লিপিং সেল হিসেবে অবস্থান করে।’

আইনশৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানেই তারা এ ধরনের খবর পাচ্ছেন, তা শনাক্ত করছেন এবং ধরে নিয়ে আসছেন।

পল্লবীতে যে বোমা বিস্ফোরিত হয়েছে তা জঙ্গিরা বানায় না দাবি করে আসাদুজ্জামান খান বলেন, ‘এগুলো সাধারণত ভয় দেখানোর জন্য বানায়। এ ঘটনায় জঙ্গি কানেকশন নেই। এখন পর্যন্ত যা শুনেছি, জিজ্ঞাসা করে আমরা হয়তো আরও কিছু পাবো। এটি হলো আমাদের প্রাথমিক ধারণা।’

‘আমরা মনে করি সন্ত্রাসী উদ্দেশ্য নিয়ে হয়তো কোনো দখল-বেদখলের জন্য কিংবা এ ধরনের কোনো উদ্দেশ্য ছিল দলটির। এখন পর্যন্ত এটিই আমাদের ধারণা।’

থানার একজন পিয়ন বুঝতে না পেরে ওই জিনিসপত্র নাড়াচাড়া দেয়ায় বোমাটি বিস্ফোরিত হয়েছে। পুলিশের এ বিষয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *