ত্রিপক্ষীয় বৈঠকের পর খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
দ: প্রতিবেদক
দুই শ্রমিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চলা খুলনায় ট্যাংকলরী ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার সাথে ট্যাংকলরি মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর শ্রমিক নেতারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।
গত দু’দিনের জ্বালানী তেল সঙ্কট নিরসনে গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে খুলানার খালিপুরস্থ কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানী তেল ডিপোতে ট্যাংকলরীতে তেল লোড শুরু হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির পরও বিশেষ ব্যবস্থায় ট্যাংকলরীতে খুলনাসহ ১৫ জেলা জ্বালানী তেল সরবরাহ শুরু করেন শ্রমিকরা।
ট্যাংকলরী শ্রমিক আন্দোলন নিরসনের লক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ৯টায় খুলনা সার্কিট হাউজে মালিক, শ্রমিকদের সাথে জেলা প্রশাসন ও জেলা পুলিশের জরুরী বৈঠকে ডাকেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। পুলিশ সুপার এস এম শফিউলাহ, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার মোলা জাহাঙ্গীর হোসেন, জ্বালানী তেল মালিক সংগঠনের নেতা শেখ ফরহাদ হোসেন, আলহাজ্ব হাবিবুর রহমান, ট্যাংকলরী শ্রমিক নেতা মোঃ নূরুল ইসলাম ও আলী আজিম এ বৈঠকে যোগ দেন।
বৈঠকে আলোচনা সভায় দুই শ্রমিকের বিরুদ্ধে মামলাটি আইনগত ভাবে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্র“তি দেন জেলা প্রশাসন। এই প্রতিশ্র“তিতে ট্যাংকলরী মালিক ও শ্রমিক নেতারা সংগঠনের কাশিপুরস্থ কার্যালয়ে এক আলোচনা সভায় ট্যাকলরী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
উলেখ্য, গেল ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটা থানায় এলাকায় ট্যাংকলরীর সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনায় দায়ের মামলায় ট্যাংলরীর ২ শ্রমিকের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করলে গেল বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক সংগঠনের নেতারা।