ত্রাণ আত্মসাৎ: নড়াইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জার্জিদ মোল্লার বিরুদ্ধে সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
পরে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জার্জিদ মোল্লা অসহায়-দুস্থ নারীদের জন্য এপ্রিলে দেওয়া ভিজিডির দুই হাজার ৫৫০ কেজি চাল আত্মসাৎ করেছেন।