September 14, 2025
আঞ্চলিকলেটেস্ট

ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দলকে শক্তিশালী করা হবে : শেখ হারুন

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, যে মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মতো নেতার পদার্পণ হয়েছিল সে অঞ্চলে কোন মাদকাসক্ত, ভূমিদস্যু, ঘুষখোর ব্যক্তির স্থান হতে পারে না। জামাত বিএনপি পরিবারের সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে দল পরিচালনার দায়িত্বে রাখা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক এদেরকে বিতাড়িত করে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দলকে শক্তিশালী করা হবে।

তিনি গতকাল শনিবার বিকাল ৩টায় বটিয়াঘাটার জলমা চক্রাখালী ময়দানে শহীদ শেখ আবু নাসের স্মৃতি সংসদ ও আর্ন্তজাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী সোসাইটি খুলনা কর্তৃক আয়োজিত জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া গণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জেলা সৈনিকলীগের  সভাপতি সাবেক ছাত্রনেতা এস এম ফরিদ রানা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমেরুল মোমেন রানা এর যৌথ সঞ্চালনায় এবং মানবাধিকার দূর্নীতি বিরোধী সোসাইটির খুলনা বিভাগীয় চেয়ারম্যান মোঃ কামাল পারভেজ মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডঃ কাজী বাদশা মিয়া, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, এ্যাডঃ নবকুমার চক্রবর্তী, এ্যাডঃ ফরিদ আহমেদ ও ড. প্রশান্ত কুমার রায়।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদার, জয়ন্তী রানী, হোসনে আরা চম্পা, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ হাদী উজ জামান, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, খলিলুর রহমান, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, রাসেল কবির, জামিল খান, এসএম সোহাগ, রেজাউল ইসলাম, রাফেল হোসেন, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আ’লীগ নেতা মোশারফ হোসেন মুশা, গোলাম মোস্তফা মুন্সি, নারায়ণ সরকার,  মুশিবুর রহমান, বিপ্লব মল্লিক, সুবির মল্লিক, আঃ গফুর মোল্লা, প্রদীপ দত্ত, ছাত্রলীগ নেতা দ্বীপ পান্ডে বিশ্ব, চিশতী মাহফুজ, অনুপম মুন্না প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *