ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সকল স্তরের কমিটি গঠন করতে হবে
২৭নং ওয়ার্ড আ’লীগের সম্মেলনে সেখ জুয়েল
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল বলেছেন, আজকে যারা আওয়ামী লীগের হাল ধরে আছেন বঙ্গবন্ধু হত্যার পরে তাদের অনেক ত্যাগ। এই সকল ত্যাগী নেতাকর্মীদের কারনেই আওয়ামী লীগ আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মানুষের জীবন মান বেড়েছে। এই সকল ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সকল স্তরের কমিটি গঠন করতে হবে। কোন অনুপ্রবেশকারীকে দলে স্থান দেয়া যাবে না। তিনি দক্ষিনাঞ্চলের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র একান্ত সদিচ্ছার কারনেই আজ খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়ন তড়িৎ গতিতে সম্পন্ন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় দোলখোলা মোড়ে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, এ্যাড রজব আলী, এমডিএ বাবুল রানা, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মোঃ শামিম, মফিদুল ইসলাম টুটুল, অসিত বরণ বিশ্বাস, আসাদুজ্জামান রাসেল। এসময় উপস্থিত ছিলেন কাজী এনায়েত হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, শেখ মোঃ ফারুখ আহমেদ, শ্যামল সিংহ রায়, এ্যাড আইয়ুব আলী শেখ, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, জাহাঙ্গীর হোসেন খান, ফেরদৌস আলম চাঁন ফরাজী, এ্যাড খন্দকার মুজিবর রহমান, এ্যাড সুলতানা রহমান শিল্পী, কাজী জাহিদ হোসেন, ফারজানা রহমান, সফিকুর রহমান পলাশ, শেখ শাহাজালাল হোসেন সুজন, লুৎফুন নেচ্ছা লুৎফা, এমএ নাসিম, হাফিজুর রহমান হাফিজ, মোঃ আবুল হোসেন, মোঃ শওকাত হোসেন, নূরিনা রহমান বিউটি, আতাউর রহমান শিকদার রাজু, মোরশেদা দেলোয়ার জলি, আরমিন সুলতানা জুই। অনুষ্টান পরিচালনা করেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফেরদৌস হোসেন লাবু। ত্রিবার্ষিক এ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন বিগত সভাপতি ফেরদৌস হোসেন লাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিগত সাধারণ সম্পাদক আলহাজ্ব এশারুল হক এবং সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে সুজিত সাহা , মোঃ হায়দার আলী ও মেহেদী হাসান।