December 21, 2024
ফিচারলাইফস্টাইল

তৈরি করুন মজাদার লাবাং

প্রান জুড়াতে এক গ্লাস লাবাং কিন্তু নিমিশেই প্রশান্তি এনে দিবে। তৈরি করতে তেমন কোন ঝামেলা পোহাতে হবে না। খুব সহজেই হাতের কাছের ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদুএই আইটেমটি। তাহলে ঝটপট দেখে নিন মজাদার লাবাং তৈরির সহজ প্রণালী।

মজাদার লাবাং তৈরির পদ্ধতি 

উপকরণ

  • পুদিনা পাতা- ৫ টেবিল চামচ
  • টকদই– ১ কাপ
  • বিট লবন- স্বাদমতো
  • টালা জিরা গুঁড়া- ১/৪ চা চামচ
  • চিনি- ১ চা চামচ
  • পানি- ২ কাপ
  • বরফ কুঁচি- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী 

১) সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।  

২) ব্লেন্ড করা হলে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন লাবাং।

৩) ব্যস তৈরি হয়ে গেল মজাদার লাবাং। 

খুব সহজে ঘরে বসেই তৈরি করুন এবং উপভোগ করুন মজাদার লাবাং।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *