তেলিগাতী বুচিতলার নূরানী মাদ্রাসা ও হেফজখানার নূরানী বিভাগ চালু
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বুচিতলা নূরানী মাদ্রাসা ও হেফজখানার নুরানী বিভাগ চালু উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
মাদ্রসার জমিদাতা মাস্টার মুন্সি আব্দুর গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগিপোল ২নং ওয়ার্ড মেম্বর জিএম এনামুল কবির। মাদ্রাসার মুহতামিম কারী ইমদাদুল্লাহ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তেলিগাতী বুচিতলা জামে মসজিদের সভাপতি মাষ্টার আব্দুল হাদী, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সাবেক মেম্বর ইকরাম শেখ। বক্তৃতা করেন, আবু তালেব, মোঃ আনোয়ার শেখ, আব্দুর রহমান মনির, মোঃ জাহিদ, মোঃ হামিদুর রহমান, বাবলু ফরাজী, মোঃ আব্দুল হাই, শেখ শহিদুল ইসলাম, মোঃ ইমরান শেখসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।