তেলিগাতীতে চুরির অপবাদে কলেজছাত্রের আত্মহত্যা
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়ার মো. রেজাউল ফকিরের পুত্র
খানজাহান আলী বিএম কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মো. রাকিব (১৭) চুরির
অপবাদ সইতে না পেরে মাকে মোবাইলের ক্ষুদে বার্তা পাটিয়ে ফুফুর বাড়ী
গিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, তেলিগাতী মধ্যপাড়ার সুমনের পল্টি ফার্মের দুটি পানির মটর
কয়েকদিন আগে চুরি হয়। চুরি যাওয়া মটর এলাকার জাহাঙ্গীরের পুত্র সবুজ
তাদের পাশের একটি বাড়ীতে রেখে দেয়। বিষয়টি জানাজানির পর সবুজের
পরিবার ছেলেকে বাচাতে ঘটনার সাথে রাকিব জড়িত বলে দাবী করে। এই
ঘটনায় ছেলেকে চুরি অপবাদ দেওয়ায় শুক্রবার রাকিবকে মারধর করে। অভিমানে
রাকিব দুপুরে তার ফুফুর বাড়ী যশোর ঝিকোরগাছায় চলে যায়। রাকিব
মোবাইলের ফেজবুকে ক্ষুদে বার্তায় মা তোমরা ভালো থেকো আমাকে
ফাসানো হয়েছে আল্লাহ হাফেজ মা লিখে গতকাল রাতে গলায় ওড়না দিয়ে
আত্মহত্যা করে। গতকাল শনিবার লাশ যশোরে ময়না তদন্ত শেষে তেলিগাতী
গ্রামের বাড়ীতে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।