November 15, 2024
আঞ্চলিক

তেলগাতীতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবলে অনলাইন ইউপি চ্যাম্পিয়ন

খানজাহান আলী থানা প্রতিনিধি

শ্রমও  প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, যুব ও তরুণ সমাজকে মাদকের মরণ ছোবল এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে তাদেরকে মাঠমুখী করে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।

তিনি গতকাল শুক্রবার বিকালে তেলিগাতী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠ প্রাঙ্গনে বৃহত্তর তেলিগাতী, ল্যাবরেটরি ও খানাবাড়ী এলাকাবাসীর উদ্যোগে এসো মোরা খেলা করি মাদক ও সন্ত্রাসম্ক্তু দেশগড়ি শপথে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনায় কমিটির প্রধান উপদেষ্টা মো. নাসির উদ্দিন, কমিটির আহবায়ক মো. ফয়সাল হোসেন ও সদস্য সচিব মো. মাসুদ চৌধুরী।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা খায়রুল ইসলাম, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন ও রাজার পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতা করেন, সরকারি টিচার্স ট্রের্নিং কলেজের অধ্যক্ষ ড. শেখ রেজাউল করিম, কাষ্টমস কর্মকর্তা ইঞ্জি মুর্শিদা খাতুন, খানাবাড়ী গার্লস হাই স্কুলের সভাপতি মো. এমলাক ঢালী, মো. দাউদ হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, জাকারিয়া রিপন, কামাল আহম্মেদ, ৩৩নং ওয়ার্ড সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, মেম্বর জি,এম এনামুল কবির ও কাজী শহিদুল ইসলাম পিটো, ব্যাংকার জাহিদ ইকবাল, ফারুক হোসেন মিনা, প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াদুল কবির, শেখ নাসির উদ্দিন ধনি, মো. আবুল হাসান বাবু. মো. আসাদ কাজী, নাহিদ হাসান সোহাগ, সুমন আহম্মেদ বাবু, সুজন পরশ। খেলায় তেলিগাতী পুরবী সংঘ ক্লাব ২-১ গোলে অনলাইন ইউপি এ্যাসেসমেন্ট ফার্ম লি. জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *