তেরখাদা উপজেলা বিএনপির ৪১তম প্রতিবার্ষিকী পালন
তেরখাদা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ৪১তম প্রতিবার্ষিকী গতকাল সকাল ১১টায় এস, এম মোস্তফা রশিদী সুজা মার্কেটের ২য় তলায় মোল্যা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও আবু হোসেন বাবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌধুরী ফকরুল ইসলাম বুলু, সরদার আঃ মান্নান, মোঃ বিল্লাল হোসেন, শরীফ নাইমুল হক, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, মোল্যা রফিকুল ইসলাম, ফরিদ মোল্যা, শেখ আজিজুর রহমান আজিবার, রবিউল ইসলাম লাকু, মোঃ ইউসুফ আলী শেখ, গোলাম মোস্তফা ভ‚ট্টো, মোঃ হুমায়ুন করিব (হুমাই), আব্দুর রাজ্জাক কচি, গিয়াস উদ্দিন, ইউসুফ মোল্যা, মিলু চৌধুরী, আশরাফ মোল্যা, খলিল, মোস্তফা, বাহার মোল্যা, ফেরদাউস মোল্যা, উকিল লস্কার, ওবায়দুল মোল্যা, মান্নান কাজী, ইসমাইল প্রমুখ। আলোচনা শেষে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকি ও দোয়ার অনুষ্ঠান শেষ হয়।