তেরখাদা উপজেলা চেয়ারম্যান’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল শনিবার সকাল ১১টায় তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ও উপপ্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলামের সাথে তার নিজ বাড়িতে স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সকল ইউনিয়নের নেতা কর্মীদের উপস্থিতিতে সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এফএম মনিরুজ্জামান, ১নং আজগড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান বাদশা মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, ডাঃ সুনিল কুমার বালা, সাচিয়াদহ ইউপি’র সাবেক চেয়ারম্যান এবিএম আলমগীর শিকদার, মনজুরুল আলম, মোঃ হামিদ মোল্যা, শাহা আলম, তরিকুল ইসলাম, শাহাবুদ্দিন বদির, আক্তার কাজী, শারাফাত হোসেন, মোল্যা জাফর আহমেদ, আব্দুর রাজ্জাক রাজা, নজরুল কাজী, বোরহান উদ্দিন, কামরুজ্জামান, আলমগীর, সেলিম আহমেদ, জয়নাব বেগম, মিনা বেগম, সাব্বির আহমেদ সাগর, ডাঃ নুর মোহাম্মদ, মিসকাত আলী মিনা, আলিনুর রহমান, আলমগীর ফকির, ইবাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহ উপজেলার সকল ইউনিয়নের তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ।