তেরখাদা উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা সভা গতকাল সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলায় মদ, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, যানজট নিরসনের লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান, অধ্যক্ষ এসএম মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা বদরুল আলম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সেক্রেটারী কেএম আলমগীর, আওয়ামী লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা শাহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, স্বাস্থ্য প.প. কর্মকর্তা লুৎফুন নেসা, প্রাণী সম্পদ কর্মকর্তা মনিরুল আলম, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, মহিলা বিয়ষক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।