তেরখাদায় ৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
খুলনায় ৬৭ পিস ইয়াবাসহ শেখ সাকিবুর রহমান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)। রবিবার তেরখাদা থানাধীন মোকামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি দিঘলিয়া উপজেলার দেয়াড়া মধ্যপাড়া গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেরখাদা থানাধীন মোকামপুর বাজার এর জনৈক বাবু শেখ এর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ