তেরখাদায় সাবেক হুইপ সুজার ১ম মৃত্যুবার্ষিকী পালিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল শনিবার তেরখাদায় সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কেএম আলমগীরের পরিচালনায় সাবেক হুইপ খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজার ১ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা ৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদী বলেন, অজানা ঠিকানায় সকলের চলে যেতে হবে। তবে সুজা ভাই তেরখাদার মানুষের কাছে যেমন চিরস্মরনীয় হয়ে আছেন। যেদিকে তাকায় তার আপন চেষ্টায় তেরখাদার উন্নয়ন স্বার্থক হয়েছে। তার সকল কৃতির মাঝে এখনো তেরখাদার মানুষ তাকে স্বপ্ন দেখে। তিনি যেন কখন ফিরে আসবেন। তার এই ভালবাসার অসমাপ্ত কাজগুলো আমিও যেন সমাপ্ত করে তেরখাদার মানুষের কাছে চির স্মরনীয় হয়ে থাকতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল, আওয়ামী লীগ নেতা বিএম জাফর আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, আওয়ামী লীগ নেতা বদরুল আলম বাদশা, বাছিতুল হাবিব প্রিন্স, এম ফরিদ আহমেদ, বাদশা মল্লিক, এসএম দিন ইসলাম, কৃষ্ণ মেনন রায়, উকিল লস্কার, শেখ মোঃ মহাসিন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বোরহান উদ্দিন আহমেদ, অরবিন্দ প্রসাদ সাহা, আক্তার কাজী, আনিসুল হক, হাজী মকবুল হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্বাস আলী।