তেরখাদায় সাবেক ভাইস চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চিত্রা মহিলা মহাবিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোল্যা এহিউল ইসলাম এর স্মরণ সভা গতকাল চিত্রা মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এসএম খালেদীন রশিদী সুকর্ন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ও প্রয়াত ভাইস চেয়ারম্যান এর স্মৃতিচারণমূলক স্বরচিত কবিতা পাঠ করেন নর্থ খুলনা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু, প্রয়াত এহিউল ইসলামের বড় ভাই গোলাম কিবরিয়া ও ছোট ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, প্রভাষক দেবাশীষ বিশ্বাস, কেএম আলী এহসান, শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া ইসলাম। এসময় ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল ইসলাম, ছাত্রলীগ নেতা বাধন হাওলাদার, শেখ রাসেল, তাইজুল, বাপ্পি, মিঠুন মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়। এরপর দোয়া অনুষ্ঠিত হয়।