তেরখাদায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ কনস্টেবলের স্বীকারোক্তি
দ. প্রতিবেদক
খুলনার তেরখাদায় চতুর্থ শ্রেণীর ছাত্রী (৯) ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত পুলিশ সদস্য রেজাউল করিম রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নয়ন বিশ্বাস এর আদালত ঙ অঞ্চলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলিফ রহমান এর আদালতে ভিকটিম ওই ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেরখাদা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার রায় বলেন, বগুড়া পুলিশ লাইনের কনস্টেবল রেজাউল করিম রানা ছুটিতে তেরখাদার মধুপুর ইউনিয়নের উত্তর মোকমপুর গ্রামের বাড়িতে আসেন। গতকাল সকালে বগুড়া তার পাশের বাড়ির শিশুটিকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে সে। শিশুটি তার বাড়িতে এসে মা বাবাকে জানালে শিশুর বাবা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ রেজাউল করিম রানাকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা ভাল জানিয়েছেন চিকিৎসকরা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ