তেরখাদায় মোবাইল কোর্টে একজনের সাজা
তেরখাদা প্রতিনিধি
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল মোবাইল কোর্ট পরিচালনা করে হাড়িখালী এলাকার জাহিদুল ইসলাম (৪০) মোল্যা নামে এক ব্যক্তিকে গণউপদ্রব করার অভিযোগ তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান দেন।
পুলিশ জানায়, জাহিদুল ইসলাম বিভিন্ন এলাকায় গণউপদ্রব করে বেড়ায়। ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা জানতে পেরে হাড়িখালী এলাকা থেকে তাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওসি বলেন, অপরাধী সে যেই হোক তাকে কোনো মতেই ছাড় দেয়া হবেনা।