তেরখাদায় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
তেরখাদা প্রতিনিধি
গতকাল তেরখাদার নলিয়ারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইবাদ আলী মুন্সি (৭০) বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মরহুমের মরদেহে বেলা ৩টায় তার নিজ বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের নেতৃত্বে ও অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার পরিচালনায় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, মুক্তিযোদ্ধা বোরান উদ্দিন, মুক্তিযোদ্ধা নওয়াব আলী, মুক্তিযোদ্ধা শহিদ, মুক্তিযোদ্ধা শ্যামল, মুক্তিযোদ্ধা মুজিবার কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমকে আসরবাদ তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।