তেরখাদায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কার, কৃষ্ণ মেনন রায়, খান সেলিম আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, অরবিন্দ প্রসাদ সাহা, মোঃ শাহিদুল ইসলাম, ডাঃ রাফিউল কবির, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দীকী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রমুখ।