তেরখাদায় ভ্রাম্যমান আদালতে অবৈধ জাল পাটা ভেশাল উচ্ছেদ
তেরখাদা প্রতিনিধি
গত মঙ্গলবার বিকেল ৪টায় তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের বিভিন্ন খালে অবৈধ জাল পাটা উচ্ছেদ অভিযান চালান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। অভিযান চালিয়ে বিভিন্ন খালে জলাবদ্ধতা সৃষ্টিকারী অবৈধ জাল, পাটা ও ভেশাল উচ্ছেদ করেন ও ভেশাল জাল জব্দ করেন।
পরবর্তীতে অবৈধভাবে কেউ যাতে উক্ত স্থান সমূহে অবৈধভাবে ভেশাল, জাল পাটা না দেয় এবং অন্যান্য খাল সমূহের সকল অবৈধ জাল পাটা এক সপ্তাহের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন আজগড়া পুলিশ ক্যাম্পের আইসি হাবিবুর রহমান ও টুআইসি আবুল বাশার, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত প্রমুখ।