তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ২ জনের জরিমানা
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলা পরিষদের মেইন গেটের সামনে প্রকাশ্যে ধূমপান করার দায়ে রকিব শেখ নামে এক ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতে ৫ শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল। এছাড়া বিকেল সাড়ে ৪টায় উপজেলার তেরখাদা সদর ও অন্যান্য বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গুজব রটিয়ে উচ্চ মূল্যে লবণ বিক্রি করার দায়ে শেখপুরা বাজারের এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে লবণের মূল্য পেয়াজের মত বেড়ে অনেক হয়ে যাবে এই আশংকায় ক্রেতারা লবণ ক্রয়ের জন্য মুদি দোকানে ভীড় জমায় আর সুযোগ পেয়ে অসাধু বিক্রেতারা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে লবণ বিক্রয় করতে শুরু করে।
এ সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল শেখপুরা বাজারের মিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করেন। তিনি এলাকাবাসীকে লবণের মূল্য বেড়ে যাবে এমন গুজবে কান না দিতে প্রচার প্রচারনা চালান।