তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ইলিশ নিধন কারেন্ট জাল জব্দ
তেরখাদা প্রতিনিধি
গতকাল রবিবার বিকেল ৪টায় তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের আতাই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭/৮টি ইলিশ ধরার নৌকা তল্লাশী করে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম ও খুলনা নৌ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। উল্লেখ্য ২২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ হওয়ায় মা ইলিশ রক্ষা আইন ১৯৫০ অনুযায়ী এই নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়।