তেরখাদায় বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
তেরখাদা প্রতিনিধি
জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো খুলনা এর আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্যে ‘দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার গত সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল সেমিনারে সভাপতিত্ব করেন।
একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগম, উপ-পরিচালক জনশক্তি ও কর্মসংস্থান খুলনা ব্যুরো’র মোহাম্মদ আলী সিদ্দীকী, তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এস এম আব্দুল্লাহ, কর্মসংস্থান খুলনা ব্যুরো’র সহকারী পরিচালক রুমানা পারভীন, আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী এস এম বদরুল আলম বাদশা, চৌধুরী আবুল খায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কে এম আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দীকী, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান, এস আই মোঃ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সৈয়দ আরিফুল ইসলাম, শিক্ষক সজল বিশ্বাস। সেমিনারে এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।