তেরখাদায় বিদ্যালয়ের উন্নয়নমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদার পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো ও উন্নয়নমূলক মত বিনিময় সভা গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবঃ ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমানের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপÍ) বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা খুলনা জেলা পরিষদ মোঃ আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার বাইন, এসআই সালাউদ্দিন শাহীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, সাবেক তেরখাদা ইউপি চেয়ারম্যান শেখ কবির আহমেদ, আলহাজ্জ মোঃ মিজানুর রহমান, মোঃ জাফর আহমেদ, এ্যাড, শেখ নুরুল ইসলাম দিশারী, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।