তেরখাদায় বিজ্ঞান অলিম্পিয়ার্ড এর উদ্বোধন
তেরখাদা প্রতিনিধি
গতকাল বুধবার তেরখাদায় উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়ার্ড। সকাল ১১টায় মেলা প্রাঙ্গনে নির্বাহী কর্মকর্তা বিষ্ণপদ পালের সভাপতিত্বে এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, অধ্যক্ষ এসএম মিজানুর রহমান, প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টল দেয়। দিনব্যাপী ছিল মেলায় শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের উপচে ভীড়। আজ বৃহস্পতিবারও মেলা চলবে।