তেরখাদায় বাংলাদেশের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে উঠান বৈঠক
খবর বিজ্ঞপ্তি
তেরখাদা উপজেলার মোকামপুর বাজার চত্বরে গতকাল সকাল ১১টায় পল্লী বিদ্যুত খুলনার উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে জিারো টলারেন্স নীতি বাস্তবায়ন, পরিমিত বিদ্যুত ব্যবহার, বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধ, নিয়মিত বিল পরিাশোধ, আমার গ্রাম আমার শহর বিনির্মাণ, তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার (জি এম) ইঞ্জিনিয়ার মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, ডিজিএম হাওলাদার মোঃ বজলুর রহমান, এজিএম (কম) কুমুদ রঞ্জন দেবনাথ, এজিএম (এডমিন) মোঃ হাফিজুর রহমান ও তেরখাদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়কারী মোঃ আলীমুজ্জামান, সহকারী ইঞ্জিনিয়ার দিগেন্দ্র নাথ বিশ্বাস, নিজাম উদ্দিন মোল্যা ও আওয়ামী লীগ নেতা মোঃ ইউনুস আলী।