তেরখাদায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুইজনের কারাদন্ড
তেরখাদা প্রতিনিধি
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শেখ শহিদুল ইসলাম গত ২৬ মার্চ তেরখাদার পাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (বোর্ড স্কুল) মাঠে গণসংযোগকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর ছোট ভাই বিএম সমির উদ্দিনের নেতৃত্বে কিছু লোক শেখ শহিদুল ইসলামের লোকের উপর হামলা করে। পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং ঘটনাস্থল থেকে হাতে-নাতে বিএম সমির উদ্দিন (৪৫) ও নড়াগাতী থানার পাখিমারা গ্রামের ঠাকুর পোদ্দারের ছেলে প্রবীন পোদ্দার (২৬) কে গ্রেফতার করে তেরখাদা থানায় নিয়ে আসেন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে নির্বাচন আচরণবিধি-২০১৬ এর ১৮ এর (গ) ধারা মতে সমির উদ্দিনকে ৭ দিনের ও প্রবীন পোদ্দারকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ধৃতদেরকে জেলা কারাগরে প্রেরণ করা হয়েছে।